বাঙালির দূর্গা পূজা

বাঙালির প্রধান উৎসব বলতে সেটা সবের প্রথমে আসে তা দূর্গা পূজ। দূর্গা পূজা উপলক্ষে সারা বাংলা মেতে ওঠে।

কলকাতার দূর্গা  পূজা মণ্ডপ

কলকাতার দূর্গা পূজা মণ্ডপ

দূর্গা পূজা মূলত বড়ো বড়ো জমিদার ও বনেতি বাড়ি তে শুরু হলে তা পরবর্তী সময়ে সারা বাংলায় বিভিন্ন সমাজ ও শ্রেণী র মধ্যে ছড়িয়ে পড়ে বারোয়ারি পূজা হিসাবে । বারোয়ারি পূজা প্রথেমে শুরু হয় বর্তমান হুগলি র গুপ্তিপাড়া তে জগদ্ধাত্রী পূজা উপলক্ষে ১৭০০ সন নাগাদ, ১২ জন বন্ধু মিলে এই পূজা করে ছিল বলে এই পূজা বারোয়ারি পূজা নাম পরিচিত হয়।

প্রথম বারোয়ারি পূজা র স্থান, গুপ্তিপাড়া
প্রথম বারোয়ারি পূজা র স্থান, গুপ্তিপাড়া

দূর্গা পূজা র সূচনা হয় বেশ কয়েক মাস আগে থেকে, মৃন্ময়ী দূর্গা প্রতিমা তৌরি করা বাংলার অন্যতম শিল্পকলা। বাংলার কুমোরেরা তাদের নিপুন হাতে মৃন্ময়ী দূর্গা প্রতিমা র রূপ দেয়।

নির্মিতমান দূর্গা মূর্তি, কুমারটুলি
নির্মিতমান দূর্গা মূর্তি, কুমারটুলি
নির্মিতমান দূর্গা মূর্তি, কুমারটুলি
নির্মিতমান দূর্গা মূর্তি, কুমারটুলি
নির্মিতমান দূর্গা মূর্তি, কুমারটুলি
নির্মিতমান দূর্গা মূর্তি, কুমারটুলি

শিল্পীর হাতে ক্রমে ক্রমে পূর্ণতা পায় দেবী দূর্গা , কলকাতা র কুমারটুলি প্রতিমা শিল্পীর খ্যাতি জগৎ জোড়া।

নির্মিয়মান দূর্গা মূর্তি শেষ পর্যায় , কুমারটুলি
নির্মিয়মান দূর্গা মূর্তি শেষ পর্যায় , কুমারটুলি
দক্ষিণ কলকাতা তে শিল্পী Hally Goswamy বাড়ির দূর্গা প্রতিমা
দক্ষিণ কলকাতা তে শিল্পী Hally Goswamy বাড়ির দূর্গা প্রতিমা

আর সঙ্গে সঙ্গে সেজে ওঠে বিভিন্ন পূজা মণ্ডপ সেখানে দেবী দূর্গা র আরাধনা আগামী কয়েক দিন। ভিন্ন থিম এর সাজে সেজে ওঠে শহরের বড়ো বড়ো পূজা মণ্ডপ গুলি ।

৬৬ পল্লী দুর্গা পূজা ২০২৩, কলকাতা
৬৬ পল্লী দুর্গা পূজা ২০২৩, কলকাতা
টালা প্রত্যয় - ২০২৩ , কলকাতা
টালা প্রত্যয় – ২০২৩ , কলকাতা
নবীন পল্লী - ২০২৩ , কলকাতা
নবীন পল্লী – ২০২৩ , কলকাতা
পূজা মণ্ডপ , কলকাতা
পূজা মণ্ডপ , কলকাতা

দূর্গা প্রতিমা এর পর মৃৎ শিল্পী দের ঘর থেকে রহনা দেয় শহরের বিভিন্ন পূজা মণ্ডপ এ।

প্রতিমা পড়ি দিচ্ছে শহরের বিভিন্ন পূজা মণ্ডপ এ
প্রতিমা পড়ি দিচ্ছে শহরের বিভিন্ন পূজা মণ্ডপ এ
প্রতিমা পড়ি দিচ্ছে শহরের বিভিন্ন পূজা মণ্ডপ এ
প্রতিমা পড়ি দিচ্ছে শহরের বিভিন্ন পূজা মণ্ডপ এ

পূজা উপলক্ষে সেজে উঠে বিভিন্ন বাজার, রাস্তা, বসে মেলা ।

পুজোর বাজার
পুজোর বাজার
বসেছে মেলা
বসেছে মেলা
সেজে উঠেছে পথ খাত
সেজে উঠেছে পথ খাত
সেজে উঠেছে পথ খাত
সেজে উঠেছে পথ খাত

পূজা মণ্ডপ গুলি তে ভিড় জমায় উৎসুক জনতা , আনন্দে মেতে ওঠে গোটা বাংলা।

হিন্দুস্থান ক্লাব - ২০২৩, কলকাতা
হিন্দুস্থান ক্লাব – ২০২৩, কলকাতা
চেতলা অগ্রণী - ২০২৩, কলকাতা
চেতলা অগ্রণী – ২০২৩, কলকাতা
সিংহী পার্ক - ২০২৩, কলকাতা
সিংহী পার্ক – ২০২৩, কলকাতা
একডালিয়া এভারগ্রিন - ২০২৩, কলকাতা
একডালিয়া এভারগ্রিন – ২০২৩, কলকাতা

এই উৎসবের আমেজ সারা বাঙ্গালায় ছড়িয়ে পড়ে, বাংলার প্রায় সব শহর গ্রাম জুড়ে পালন করা হয় এই দূর্গা পূজা। মণ্ডপ সজ্জাই পিছিয়ে থাকে না অন্যান্য শহরের পূজা মণ্ডপ গুলি।

বিষ্ণুপুর - ২০২৩
বিষ্ণুপুর – ২০২৩
দূর্গা প্রতিমা , বিষ্ণুপুর - ২০২৩
দূর্গা প্রতিমা , বিষ্ণুপুর – ২০২৩
তিলবাড়ি লালবাঁধ সাবজনীন - ২০২৩, বিষ্ণুপুর
তিলবাড়ি লালবাঁধ সাবজনীন – ২০২৩, বিষ্ণুপুর
তিলবাড়ি লালবাঁধ সাবজনীন - ২০২৩, বিষ্ণুপুর
তিলবাড়ি লালবাঁধ সাবজনীন – ২০২৩, বিষ্ণুপুর
দলমাদল সাবজনীন - ২০২৩, বিষ্ণুপুর
দলমাদল সাবজনীন – ২০২৩, বিষ্ণুপুর
পূজা মণ্ডপ , সোমরা বাজার
পূজা মণ্ডপ , সোমরা বাজার

এ ছাড়াও বনেদি বাড়ি গুলো র দূর্গা পূজা আড়ম্বরে সঙ্গে পালিত হয় গ্রাম বাংলা জুড়ে

সেন বাড়ি , গুপ্তিপাড়া
সেন বাড়ি , গুপ্তিপাড়া
নন্দী বাড়ি, জামগ্রাম
নন্দী বাড়ি, জামগ্রাম
নন্দী বাড়ি, জামগ্রাম
নন্দী বাড়ি, জামগ্রাম
ঘোষ বাড়ি, জামগ্রাম
ঘোষ বাড়ি, জামগ্রাম

কলকাতাতেও বনেদি বাড়ি গুলোতেও আড়ম্বরের সাথে পালন করা হয় দূর্গা পূজা। সাবেকি দূর্গা প্রতিমা সুসজ্জিত ঠাকুর দালানে পূজিত হয়।

হিন্দু শাস্ত্রীয় বিধান মেনে পাঁচ দিন ধরে চলে মাটি আরাধনা বিভিন্ন আচার পালনের মধ্যে দিয়ে।

পূজা শেষে চলে আসে বিসর্জন এর পালা, এবার মা দূর্গা ফেরার পালা, মা কে বরন করে বিদায় জানায়, শুরু হয় পরের বছর এর জন্যে দিন গোনা।

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *